প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ১২:০২:৫৭ প্রিন্ট সংস্করণ
ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করেছে বিমানের একটি নিয়মিত ফ্লাইট। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয় । পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।
শনিবার সকাল আটটার আসা ফ্লাইটে দুই শতাধিক যাত্রী রয়েছেন। কুয়াশার কারণে তাদের অপেক্ষমাণ স্বজনদের মধ্যে উদ্বেগ ছিল। সিলেটে অবতরণের খবরে স্বস্তি নেমে আসে।
এদিকে কুয়াশা কেটে যাওয়ায় দুবাইয়ের ফ্লাইট সিলেট থেকে বেলা সাড়ে ১১টায়
চট্টগ্রাম আসে বলে জানান বিমান বন্দরের ব্যবস্থাপক । তিনি বলেন, এখানেই কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন হবে যাত্রীদের।
সকাল ১০টা ৪২ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ার পর প্রথম অবতরণ করে ঢাকা থেকে আসা বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ফ্লাইট আসতে থাকে।