প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ২:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ
চপল রায়, তজুমদ্দিন(ভোলা) : ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ও করোনা উত্তর খাদ্য নিরাপত্তায় কৃষকদের মাঝে প্রনোদনা প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। শুক্রবার তজুমদ্দিন উপজেলার কৃষকদের মাঝে নিজ অর্থায়নে উন্নত বীজ ও সার বিতরণকালে সাংসদ শাওন একথা বলেন।
তিনি আরও বলেন পরিবর্তিত করোনা পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধ করিকর। এরপর তিনি কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টারের চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিশু, উপজেলা কৃষি অফিসার শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, যুবলীগ সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।