প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৫:১৯:২৪ প্রিন্ট সংস্করণ
চপল রায়, ভোলা : ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কৃষি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। আজ ভোলার তজুমদ্দিনে উন্মুক্ত লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহের জন্য ২১৪ জন কৃষক নির্বাচনের সময় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন বিএনপি এখন ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সমগ্র জাতি যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছে তখন বিএনপি নেতাদের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগের প্রতিটি সহযোগী ও অঙ্গসংগঠনের নিরন্তর প্রচেষ্টা দেশকে সুরক্ষিত রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী খাদ্য গুদাম কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।