রংপুর

কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে: সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২১ , ৭:১৪:৩৯ প্রিন্ট সংস্করণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিএনপি দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় মতো নৌকা তীরে নিয়ে যাবেন। আ.লীগকে বিশ্বাস করে কেউ কখনো ঠকেনি। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে লক্ষে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

তিনি সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোমবার উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পার্বতীপুর শাখার সভাপতি শ্রী কৈলাশ প্রসাদ সোনার। অন্যান্যের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content