প্রতিনিধি ১১ মে ২০২০ , ৭:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় কল্পনা আক্তার নামে এক পোশাককর্মী ২ মাথা, ৪ হাত ও দুই পা বিশিষ্ট একটি কন্যা শিশুর সোমবার জন্ম দিয়েছেন। সে উপজেলার বলাইশিমূল ইউনিয়নের কামারগাও গ্রামের আব্দুল হামিদের মেয়ে। শিশুটি দেখার জন্য এলাকার শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমায়।
সুত্রে জানা গেছে,কামারগাও গ্রামের আব্দুল হামিদের মেয়ে কল্পনা আক্তার ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সুবাধে আল–আমিন নামে তার সহকর্মী সাথে বিয়ে হয়। সম্প্রতি কল্পনা গর্ভবতী হলে সন্তান জন্ম দেয়ার জন্য কামারগাও বাবার বাড়িতে চলে আসেন।
সোমবার সকাল ৮টার দিয়ে স্থানীয় ধাত্রীর সহায়তায় কল্পনা আক্তার একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু শিশুটির জন্মের সাথে সাথে ধাত্রী ও পরিবারের লোকজন অবাক হয়েছেন। কেননা শিশুটি জমজ হলেও পৃথক নয়। ২ টি মাথা ও ৪টি হাত ও দুইটি পা রয়েছে। জন্মের কয়েকঘন্টা পর শিশুটি মারা যায়। শিশুটির জন্মগত সমস্যার কথা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক মানুষ দেখতে ভিড় করছেন তার বাড়িতে।
এ ব্যাপারে ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান,কল্পনা আক্তার জোড়ালাগা যে কন্যা শিশুটি জন্ম দিয়ে ছিল সেই শিশুটি ৩ ঘন্টা পরে মারা যাওয়া দাফন করা হয়েছে। বর্তমানে প্রসুতি মা সুস্থ্য আছেন।