ময়মনসিংহ

কেন্দুয়ায় পাটেশ্বরী নদীতে অবৈধ বাঁধ অপসারণ

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৬:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় পাটেশ্বরী নদীতে তিনটি অবৈধ বাঁধ অপসারণসহ জব্দকৃত জাল পুড়িয়ে ছাই করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাত হাসান জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রায় ২ হাজার মিটার জাল ও বেশ কিছু বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর বাঁশগুলো নিলামে বিক্রয় করা হয়েছে। নদীতে অবৈধ বাধঁ দেয়ায় দুই ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করে ছাড়া পান তারা। জাল জব্দের সময় কিছু মাছ পাওয়া যায় সেগুলো ভ্রাম্যমান আদালতের নির্দেশে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। নদীতে আর যাতে কেউ বাঁধ না দেয় সেই বিষয়ে স্থানীয়দের সর্তক করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসান ।

আরও খবর

Sponsered content