প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৩:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জের আগানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রোববার পদত্যাগ করেছেন। সকাল থেকে অর্ধশত শিক্ষার্থী স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করে প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি তুলে ধরে।
শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক স্কুল ফান্ডের ৪৮ লাখ টাকা সভাপতির যোগসাজশে আত্মসাৎ করেছেন। স্বজনপ্রীতি করে নিজের স্ত্রীসহ কয়েকজনকে টাকার বিনিময়ে স্কুলে চাকরি দিয়েছেন। মাসে মাসে জেনারেটর বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সার্ভিস দেওয়া হয় না।
বিক্ষোভের একপর্যায়ে দুপুর ১২টার দিকে স্কুলে আসেন ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফত হোসেন সপুসহ নেতাকর্মীরা। এ সময় তারা শিক্ষার্থীদের নিয়ে হলরুমে বসেন। ডেকে আনা হয় প্রধান শিক্ষককে। হলভর্তি লোকের সামনে তাকে নানা অভিযোগ নিয়ে জেরা করেন বিভিন্ন জন। একপর্যায়ে তিনি পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে তিনি লেখেন, ‘স্বজনপ্রীতি ও দুর্নীতির দায়ে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, বিষয়টি আমি শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ আমরা স্কুলে যাব। সবকটি বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে স্কুলটি সুন্দরভাবে চলতে পারে।

















