আন্তর্জাতিক

কে এই ইতিহাস গড়া কমলা হ্যারিস?

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ১১:৫৫:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিস। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন। এর চেয়েও বড় বিষয় তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এ পদে আসিন হলেন।

কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে। বাবা জ্যামাইকান ও মা ভারতীয়।

দীর্ঘ কর্মজীবনে অনেকগুলো প্রথমের জন্ম দিয়েছেন কমলা। ১৯৯০ সালে ওকল্যান্ডের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যাত্রা শুরু হয় তার। ২০১০ সালে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হন কমলা। ২০১৬ সালে ক্যালিফোর্নিয়ার সিনেটর নির্বাচিত হয়ে পা রাখেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে। শুরু হয় নতুন যাত্রা।

এরপর স্বপ্ন দেখেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার। এরই অংশ হিসেবে ২০১৯ সালেই মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন কমলা। মনোনয়ন লড়াইয়ের শুরুর দিকে একের পর এক বক্তব্যে সবার নজরেও আসেন তিনি।

তবে ডিসেম্বরে মনোনয়ন দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে বাইডেনকে সমর্থন দেন কমলা। আগামী চার বছর তাদের জুটি যুক্তরাষ্ট্রের নীতিতে কী কী পরিবর্তন নিয়ে আসে সেটিই এখন দেখার বিষয়।