প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৭:০৫:৪১ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় আরিয়ান শেখ (৫) নামক এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণপাড় গ্রামের আব্দুল হক শেখের ছেলে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পশ্চিমপাড় – শুয়াগ্রাম সড়কের মসজিদ ব্রীজ এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশু আরিয়ান সড়কের পাশে দাড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।
স্বজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- থানায় এ বিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।