প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৭:৪৫:১৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাট হাজারী পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে গত ২৬ নভেম্বর বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গারহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সনাতনী সম্প্রদায়।
উক্ত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। সেই ঘটনায় কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ সহ তিন পুলিশ সদস্য অহত হন। এ ঘটনায় গত রোববার দিবাগত রাতে এস আই আল আমিন বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪শ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০১, তারিখ- ০১/১২/২০২৪ইং।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে, আসামীদে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।