প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৬:১২:৪৮ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কোটালীপাড়া থানায় পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ। পরে জেলা প্রশাসককে কোটালীপাড়া থানার পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, সহকারী কমিশনার মো. সেবগাতুল্যাহ সহ কোটালীপাড়া থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।