দেশজুড়ে

কোটা আন্দোলনে সহিংসতার অভিযোগে সিলেটে ১১ মামলা, ১৪৩ জন গ্রেফতার

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৪ , ৫:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ

কোটা আন্দোলনে সহিংসতার অভিযোগে সিলেটে ১১ মামলা, ১৪৩ জন গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার অভিযোগে সিলেট মহানগর পুলিশের ছয় থানায় ১১টি মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গুলিতে নিহত সাংবাদিক তুরাবসহ সহিংসতার অভিযোগে করা সব মামলার বাদী পুলিশ। 

শনিবার (২৭ জুলাই) বিকালে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, কোটা সংস্কারের দাবিতে সিলেটে সহিংসতার ঘটনায় ছয় থানায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় ছয়, জালালাবাদ থানায় চার, দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়।

তিনি জানান, নাশকতাকারীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করে যাচ্ছে। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত মহানগরী এলাকায় পুলিশের অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় দুই, জালালাবাদ থানায় এক, দক্ষিণ সুরমা থানা পুলিশ একজনকে গ্রেফতার করে। সবমিলিয়ে গত ১৭ জুলাই থেকে শনিবার পর্যন্ত ১৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সবকটি মামলা পুলিশ অ্যাসাল্ট, সরকারি কাজে বাধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা। এর মধ্যে জালালাবাদ থানায় করা একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা)।

আরও খবর

Sponsered content