বাংলাদেশ

কোনো মিডিয়া বন্ধের নীতি নেই অন্তর্বর্তী সরকারের: তথ্য উপদেষ্টা

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৭:৫৭:০০ প্রিন্ট সংস্করণ

কোনো মিডিয়া বন্ধের নীতি নেই অন্তর্বর্তী সরকারের: তথ্য উপদেষ্টা
ফাইল ছবি

গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশন চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে—কোনো মিডিয়া বন্ধ করা হবে না।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনের আগেই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন করতে চাই। নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সুরক্ষা এখন অত্যন্ত জরুরি।”

মিডিয়া মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, *“মালিকরা যেমন কর রেয়াতসহ বিভিন্ন সুবিধা সরকার থেকে পান, তেমনি কর্মীদের প্রতিও দায়বদ্ধ থাকতে হবে। তাদেরও যথাযথ সুবিধা দিতে হবে।

চ্যানেল অনুমোদনের প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী ১৫ বছরে রাজনৈতিক পক্ষপাতের ভিত্তিতে টেলিভিশন চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট— কোনো মিডিয়া বন্ধ করা হবে না।

তিনি আরও বলেন, “আমরা চাই বহু স্বর, বহু মত প্রকাশ পাক। যেহেতু কোনো মিডিয়া বন্ধ করা হবে না, সেহেতু ফ্যাসিবাদবিরোধী মতাদর্শের মানুষদেরও গণমাধ্যমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

আরও খবর

Sponsered content