মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৮:০৩:৩৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কালে
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, আমাদের কিছু লোক ৫ আগষ্টের পরে দলের বদনাম তৈরি করেছে। তারা হত্যা, চুরি, ছিনতাই, লুটপাট, দখল, চাদাবাজি করেছে।
দলের ভাবমূর্তি রক্ষায় তারেক রহমান ইতিমধ্যে নিশ্চিত করেছেন এসব খুনি, হত্যাকারী, লুটপাটকারি ও চাদাবাজদের দলিয় মনোনয়ন দিবেন না। মনোনয়ন নিয়ে যোগ্য লোক আসবেন, আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
রবিবার (২ নভেম্বর) বিকেলে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মিঠাছরা বাজারে দলিয় কর্মসূচি পালন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট তুলে দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন। এসময় ধানের শীষ ও তারেক রহমানের নামে মিছিল করেন নেতাকর্মীরা।
এসময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দীন লিটন, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল ইসলাম লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মিরসরাই উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসেম, সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সিরাজ উদ্দীন, হাসেম, বদরুদ্দোজা, তপন চৌধুরী, তোবারক হোসেন, দিদারুল আলম, আনোয়ার হোসেন, জহুরুল হকসহ মিরসরাই উপজেলার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















