দেশজুড়ে

ক্রেতা সেজে শিবচরে বাজারগুলোতে অভিযানে প্রশাসন,  জরিমানা

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৩:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : সাধারন পোশাকে ক্রেতা সেজে শিবচরের বাজারগুলোতে প্রশাসনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন অভিযানের প্রথম দিনেই বেশি দামে আদা চাল বিক্রি করার অপরাধে দোকানীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রমজানের দ্বিতীয় দিন রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সাধারন পোষাকে ক্রেতা সেজে শিবচর পৌরবাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন  অভিযানকালে আদা চাল বেশি দামে বিক্রির অপরাধে দোকানীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন অভিযানকালে শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ পুলিশের একটি টিমও ছদ্দবেশে উপস্থিত ছিল

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, আমরা ক্রেতা সেজে বাজারগুলোতে অভিযান পরিচালনা করছি প্রথম দিনে আদা চাল বেশি দামে বিক্রির অপরাধে পৌরবাজারের তিন দোকানীকে জরিমানা করা হয়েছে পরবর্তীতে জেলসহ কঠোর শাস্তি দেওয়া হবে আমাদের অভিযান অব্যাহত থাকবে

আরও খবর

Sponsered content