প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৮:০০:৫৩ প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : সোমবার জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকরে মাঝে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ বিতরণ করেছেন বায়ার ফর বাংলাদেশ লি.। ক্ষেতলাল কৃষি অফিসের ব্যবস্থাপনায় বায়ার ফর বাংলাদেশ লি. এর সৌজন্যে ২শ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩ কেজি করে উচ্চ ফলনশীল অ্যারাইজ এজেড ৭০০৬ জাতের ধান বীজ বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, বায়ার ফর বাংলাদেশ লি. এর টেরিটরি অফিসার ইত্তেফাক আলম আবির, ডিলার আলিফ ট্রেডার্সের সত্বাধিকারী ওসমান উজ জোহা প্রমুখ।