রাজশাহী

ক্ষেতলালে মানববন্ধন ও র‌্যালি

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:২৩:০৫ প্রিন্ট সংস্করণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্ষেতলাল পৌর সদরের জিরো পয়েন্টে বন্ধু মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র বটতলি বাজারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে পৌর সদরের প্রধান প্রধান সড়ক মাদক বিরোধী র‌্যালি প্রদক্ষিণ করে। র‌্যালি ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর রাজনৈতিক সহকারী এ্যাড. এসএম মোরশেদ রহমান। আরো উপস্থিত ছিলেন, বন্ধু মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজাউল ইসলাম, পরিচালক কাওসার আলম, কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মুসা কিং প্রমুখ ।

আরও খবর

Sponsered content