দেশজুড়ে

খানজাহানের ৫৬৫ তম ওফাত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা 

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৭:৫৪:৪৬ প্রিন্ট সংস্করণ

খানজাহানের ৫৬৫ তম ওফাত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা 

বিশ্বখ্যাত সমাজ সংস্কারক হযরত খানজাহানের ৫৬৫ তম ওফাত দিবস উপলক্ষে বাগেরহাটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল দশটায় বাগেরহাট শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুরু হয়। গবেষণা সংস্থা খানজাহান ওয়েলফার ফাউন্ডেশনের আয়োজনে মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা এ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

দুপুর ২ টায় যদুনাথ স্কুল এন্ড কলেজের মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এছাড়া খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, এদের হাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল,বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ যায়েদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ সাইদুর রহমান খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ। 

রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকা আক্তার মিম, তৃতীয় স্থান অধিকার করেছে উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতন এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুবায়ের সরদার। খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন, বাগেরহাট কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ ওমর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ রাইসুল আলম, তৃতীয় স্থান অধিকার করেছেন উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতনের নবম শ্রেণীর শিক্ষার্থী আসিয়া আক্তার তিশা।

আরও খবর

Sponsered content