প্রতিনিধি ২৮ মে ২০২০ , ৭:২৯:২৫ প্রিন্ট সংস্করণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন প্রায় সাড়ে ৫ হাজার অসহায়-দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদের আগের দিন রবিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা ১৮০০ পরিবারে চাল, মিষ্টি কুমড়া সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন। অন্যদিকে উপজেলা বিএনপির আয়োজনে ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ১৫০০ পরিবারের সেমাই, চিনি, দুধ ও মুড়ি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, বিএনপি নেতা আলহাজ্ব ফজলুল হক শাহ্, আজিজার রহমান শাহ্, মেহরাজুল আলম সুফি, আলহাজ্ব বাবলুর রহমান, নিজামদ্দীন, জাহিদ ইসলাম, মোহাম্মদ আলী সরকার, মহসিন আলী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এছাড়াও জেলা পরিষদের পক্ষে ৭৫০ পরিবার, জেলা পরিষদ সদস্য শরীফুল ইসলাম প্রধানের পক্ষে ১০০০ পরিবার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির পক্ষে ১৩০ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি মোস্তাওফিক আহমেদ শামীমের পক্ষে ৩০০ পরিবারে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও দুধ বিতরন করা হয়।