প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ৪:৫২:৩২ প্রিন্ট সংস্করণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রামকলা বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন অমৃতসূর্যের আহবায়ক ও সদ্য সাবেক ডাকসু সদস্য ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্যের আয়োজনে ও জনতা ব্যাংকের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক নীলফামারী ব্রাঞ্চের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য বাবলুর রহমান, ডুকাসের সভাপতি রুবেল খান, সদস্য রায়হান ইসলাম প্রমুখ।