প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ও ভাবকি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের গোয়ালডিহি গ্রামের ময়দান ডাঙ্গা এলাকায় ও ভাবকি ইউনিয়নের দেউলগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে পৃথক পৃথকভাবে দুই ইউনিয়নে মোট ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক, ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাবকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আ. সামাদ প্রমুখ।