প্রতিনিধি ২৩ জুন ২০২১ , ৯:১৫:৩৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের খানসামায় আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে প্রায় তিন শতাধিক আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে বার্ষিক কর্ম মূল্যয়নে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবেল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি দিনাজপুরের সহকারী জেলা কমান্ড্যান্ট ইবনুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি (তদন্ত) মোমিনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান প্রমুখ।