প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ৬:৩৫:২৮ প্রিন্ট সংস্করণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদে সাবেক ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ্, ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুল হক হাফিজ সরকার, ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, ৪ নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ৫ নং ভাবকি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম, ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আইনুল হক শাহ্।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড খানসামা উপজেলার ৬টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।