প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ৬:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাব (পাকেরহাট)- এ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও সাংবাদিকতা ভিত্তিক বই এবং গল্প ও উপন্যাস পিপাসুদের জন্য ‘পাঠক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাকেরহাটস্থ কার্যালয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ-মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়, ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো: নুরনবী ইসলাম, কার্যকরী সদস্য ধীমান দাস, ভ‚পেন্দ্রনাথ রায়, এস.এম.রকি ও ফটোগ্রাফার মোকছেদুল ইসলাম প্রমুখ।