চট্টগ্রাম

খাবারে রং মিশিয়ে লাখ টাকা জরিমানা গুনলো কাচ্চি এক্সপ্রেস

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৭:০৮:১৫ প্রিন্ট সংস্করণ

খাবারে রং মিশিয়ে লাখ টাকা জরিমানা গুনলো কাচ্চি এক্সপ্রেস

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় অবস্থিত খাবারের দোকান কাচ্চি এক্সপ্রেস খাবারে ক্ষতিকর কেমিক্যাল, মেয়াদোত্তীর্ণ মসলা ও রং ব্যবহার এবং বাসি বিরিয়ানি সংরক্ষণের দায়ে লাখ টাকা জরিমানা দিয়েছে।

বুধবার (২ অক্টোবর) ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা ধার্য্য করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সাথে ছিলেন ভোক্তাধিকারের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ, মো: আনিছুর রহমান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্য, ওষুধ বিক্রি, রেষ্টুরেন্টের খাবারে ক্ষতিকর মসলা, রং ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content