বাংলাদেশ

খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হয়েছে রিং

  প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৫:৩৯:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে। এর আগে, খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল। শুক্রবার (১০ জুন) দিনগত রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

শনিবার (১১ জুন) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়।

আরও খবর

Sponsered content