প্রতিনিধি ৬ মে ২০২০ , ১২:৫২:০২ প্রিন্ট সংস্করণ
খুলনায় করোনাভাইরাস ডেটিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত জরিনা বেগম (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তার করোনা ডেটিকেটেড হাসপাতালে মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার জানান, গেল ৩০ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রুপসা উপজেলার জরিনা বেগমসহ (৭০) তিনজনের নমুনা রিপোর্ট পজিটিভ আসে। পরে জরিনা বেগমকে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে খুলনা সদর হাসপাতারে ভর্তি করা হয়। পরে ঐদিন রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগম মারা যান।
তিনি আরও জানান, বর্তমানে খুলনা করোনা ডেটিকেটেড হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। খুলনায় এ নিয়ে দুজন করোনা রোগীর মৃত্যু হলো। এদিকে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, পিসিআর ল্যাবে এ পর্যন্ত ২৭২২ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন বারো জন।