প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৪০:০৬ প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুারো : আজ বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকায় জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন সংলগ্ন রাস্তায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত পথচারী ও যানবাহনের জন্য দু’টি আলাদা করোনা জীবানু মুক্তকরণ টানেলের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টানেল দুটির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান ও সেনাবাহিনীর প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।