প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ৪:৩৬:০১ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে পথসভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রহমান, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমীন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার প্রমুখ।