প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৫৯:৪৬ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৮১টি কৃষক দলের মাঝে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন কৃষিযন্ত্র সোমবার বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ মসিউর রহমান রাঙ্গা এমপি।
উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ্ মো. রওশন কবির।
কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম মোর্শেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, উপজেলা জাপার সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক খতিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।