প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৫:২১:৪১ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাক ও সবজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২০- ২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা
কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়ার বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বীজ বিতরণকালে ইউএনও তাসলীমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম মোর্শেদ, রাশেদুল
কবির, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাবিবুর রহমান প্রমুখ।