প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৪:২২:৫২ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় ২০২০-২১ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ চত্বরে বীজ বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, রাবিয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।