প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৪০:৩৪ প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের নগরপাড়া গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টায় যুব সেবা সংসদের উদ্যোগে স্বল্প আয়ের ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদুল ইসলাম মাসুদ জানান, স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের দিক নির্দেশনায় নগরপাড়া গ্রামে করোনা ভাইরাসের সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও স্বল্প আয়ের ২০০সাধারণ পরিবারের মাঝে দ্বিতীয়বারের মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, ডাল, চিনি, মুড়ি, ছোলা, সাবান, লুঙ্গি ও সেমাই।
এসময় উপস্থিত ছিলেন সাব ষ্টেশন প্রকৌশলী শফিকুল ইসলাম, ক্লাবের সভাপতি আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আল-আমিন বেপারী, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, অর্থ বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন সোহেল প্রমুখ।