প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ৬:৩০:১৫ প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উলামা সমিতি, পাঁচবাগ ইউনিয়ন শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে গতকাল সকালে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। উপজেলার পাগলা থানার পাঁচবাগ শাহী মসজিদ চত্বরে মাওলানা হারেজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উলামা সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, উলামা সমিতি পাঁচবাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারন সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, মাওলানা ইসহাক, মাওলানা নূরুল হুদা, মাওলানা আশিক উল্লাহ, মাওলানা মুফতি আহমদ আলী, মাওলানা হাবিবুর রহমান শাহিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ইমরান ও মাওলানা মমিনুল হক।