প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:২৪:৩৮ প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০ উপলক্ষে মাছের পোনা গতকাল রোববার উপজেলা পরিষদ পুকুরে অবমুক্তকরণ করা হয়েছে। পোনা মাছ অবমুক্তকরণ করেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা, সাংবাদিক রফিকুল ইসলাম খান সহ মৎস্য চাষীবৃন্দ। পরে সুফলভোগী চাষীদের মাঝে মাছ চাষে উপকরণ বিতরণ করা হয়।