প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:৪১:৪১ প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের বিশ্বরোড মোড় এলাকায় গতকাল অটোচালক মুজাহিদ (২৫) তার স্ত্রী হ্যাপি আক্তার (২০)কে হত্যা করে দুই সন্তান নিয়ে পলায়ন করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত হ্যাপি আক্তার পৌর শহরের ৪নং ওয়ার্ডের জন্মেজয় গ্রামের কাজিম উদ্দিনের মেয়ে। জানা যায়, গত ৫ বছর পূর্বে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে মুজাহিদের সাথে হ্যাপি আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় দুই সন্তান। বিয়ের পর থেকেই মুজাহিদ ও হ্যাপির দাম্পত্য কলহ লেগেই থাকতো। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় উভয়ের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে মুজাহিদ হ্যাপি আক্তার কে হত্যা করে। পরে দুই সন্তানকে নিয়ে পলায়ন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই সারফুল ইসলাম হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, আমার বোন বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তিতে ছিল। প্রায় প্রতিদিন আমার বোনকে তার স্বামী মুজাহিদ শারীরিকভাবে নির্যাতন করতো। পাষান্ড স্বামী আজ আমার বোনকে অত্যাচার করে হত্যা করে।
অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তকরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।