প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৭:৪৯:০৫ প্রিন্ট সংস্করণ
আ. আজিজ, গফরগাঁও (ময়মনসিংহ) : করোনভাইরাসের প্রাদুর্ভাবরোধে শ্রমিকরা গৃহবন্দি। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে কেউই রাজি না। শ্রমিক সংকটে কৃষকের পাকা ধান মাঠে পড়ে আছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষকরা। এই সংকট নিরসনে রোজা রেখেও কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে এক ঝাঁক তরুণ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের অনুপ্রেরণায় ঐক্যবদ্ধ হয়ে কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের সংকটে পড়া ৬ জন কৃষকের প্রায় দুই একর জমির ধান কাটে যুবলীগ নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, যুগ্ম–আহ্বায়ক তাজমুন আহমেদ, সদস্য মফিদুল ইসলাম টিপু, উপজেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান, যুবলীগ নেতা নবী হোসেন, ইমাম সরকার সহ শতাধিক নেতাকর্মী ধান কেটে মাড়াই করে দেন।
সংকটে পড়া কৃষক শ্রী ভ্রমর বলেন, যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দেওয়া আমি খুব খুশি। এমনিতে শ্রমিক সংকট তার ওপর ঝড়–বৃষ্টি, আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে মাড়াই করে দেওয়া আমার ধান গুলো ঘরে তুলতে পারলাম।
এম সালাউদ্দিন পলাশ বলেন, শুধুমাত্র ফটোসেশনই নয়, প্রকৃত অর্থেই অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের অনুপ্রেরণায়।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, সংকটময় পরিস্থিতিতে যুবকদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কৃষকের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা দিয়েছি।