প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৭:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি: নকলা উপজেলার দুকুরিয়া গ্রামের রুমানা নার্সারি মালিক রস্তম ২০ বছর যাবত টানা গাছের চারা রোপন করে। সে গাছ গুলো বাজারে বিক্রি করে বছরে ৩ থেকে ৫ লাখ টাকা আয় রোজগার করেন। ৭ সদস্য পরিবারের সংসার এখন মহা সুখে কেটে যায় ।