প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ১২:৫৬:১০ প্রিন্ট সংস্করণ
গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়, হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে প্রথম ধাপে ৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের গাজার ভেতরেই রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও নিশ্চিত করেছে, হামাস ইতোমধ্যেই মুক্তিপ্রাপ্তদের রেড ক্রসের হাতে তুলে দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজনের বাবা জানিয়েছেন, তাদের সন্তানদের ১৫ মিনিটের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর কাছে হস্তান্তর করা হবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস মোট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যার মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— অ্যারিয়েল কুনিও ও তার ভাই ডেভিড কুনিও, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর অপহৃত হন। তাদের পরিবার জানিয়েছে, অপহরণের সময় তারা একটি “ভয়াবহ চলচ্চিত্রের” ভেতরে থাকার মতো পরিস্থিতির মুখোমুখি হন।
এছাড়া মুক্তি পেয়েছেন নোভা উৎসব থেকে অপহৃত এভিয়াটার ডেভিড, কিবুৎয কেফার আজা থেকে অপহৃত ২৮ বছর বয়সী জমজ ভাই গালি ও জিভ বারম্যান, এবং ওমরি মিরান—যিনি মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে প্রবীণ (বয়স ৪৮)। এ ছাড়া জিম্মি তালিকায় রয়েছেন মাতান আংরেস্ট (২২), মাতান জানগৌকার (২৫), নিমরদ কোহেন (২১), গাই গিলবোয়া ডালাল (২৪), ইয়োসেফ চাইম ওহানা (২৫), এলকানা বহবত (৩৬), আভিনাতান ওর (৩২), এইতান ওর (২৫), বার কুপারশটেইন (২৩), সেগেভ কালফন (২৭) এবং রম ব্রাসলাভস্কি (২১)। এই মুক্তি প্রক্রিয়া গাজায় চলমান মানবিক সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আরও জিম্মি বিনিময়ের পথ খুলে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।





