প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ১:৪৮:২৯ প্রিন্ট সংস্করণ
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি ইসরাইলের আগ্রাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের বরাতে আল জাজিরা জানায়, ইসরাইলি যুদ্ধবিমান গাজা সিটির পশ্চিমাঞ্চলে একাধিক বোমা হামলা চালিয়েছে। আল-শাতি শরণার্থী শিবিরের একটি বাড়িতে এসব বোমা আঘাত হানে বলে জানা গেছে।
এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় কয়েকটি বাড়ির কাছে একটি গাড়িতে ইসরাইলি বাহিনী বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইল ও হামাস একটি চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু চুক্তিতে পৌঁছানোর ঘোষণার পরও গাজা জুড়ে ইসরাইলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।
গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানান, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজার বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে, বিশেষ করে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়। তিনি আরও বলেন, “গত রাতে যুদ্ধবিরতি কাঠামো ঘোষণার পর থেকে গাজা সিটির বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণ ঘটেছে।”
চুক্তি স্বাক্ষর ও যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরাইলি হামলায় গাজার বাসিন্দারা আবারও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।





