ঢাকা

গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৪৩:৩৬ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুরে টিকটক ভিডিও তৈরির সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম নূর ইসলাম (৩৫)। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত নূর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলপ এলাকার শামসুল হকের ছেলে।

তিনি নূর ইসলাম গাজীপুর শহরের সুরমা হোটেল অ্যান্ড মিনি চাইনিজ রেষ্টুরেন্টের কর্মচারী ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান জানান, আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমের উত্তর দিকে মোবাইল দিয়ে টিকটক ভিডিও করছিলেন নূর ইসলাম। ওই সময় তার সঙ্গে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে তিনি মাথা এবং ডান হাতে গুরুতর আঘাত পান।

তিনি আরো জানান, রক্তাক্ত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content