প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৬:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ
সাইফুল ইসলাম শুভ, গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় পিরুজালী আমানিয়া ফাজিল (বি.এ) মাদ্রাসায় বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকাল ১০ টায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪১ জন, এর মধ্যে ছেলে ২০ জন মেয়ে ২১ জন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ দেয়, শাখাওয়াত হোসাইন মারুফ ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , পিরুজালী আমানিয়া ফাজিল (বি.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি ও পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ সরকার মঞ্জু আরো ছিলেন, পিরুজালী আমানিয়া ফাজিল বি.এ মাদ্রাসার উপাধ্যক্ষ ওবায়দুর রহমান সরকার, সিনিয়র শিক্ষক বিএসসি গণিত বিভাগ আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক শহীদুজ্জামান, আতাউল্লাহ বিএসসি অত্র মাদ্রাসা, আরবি প্রভাষক অত্র মাদ্রাসা আব্দুল মোতালেব, আরবি প্রভাষক অত্র মাদ্রাসা হাফসা ইসলাম, সহকারী শিক্ষিকা ইংরেজি বিভাগ তানিয়া আক্তার প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ সহ অভিভাবক বৃন্দ, এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শুভাকাংখী বৃন্দ। সার্বিক তত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও দোয়াপার্থী ছাত্রছাত্রীরা ।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রভাষক মহিতুত জামান। পরিশেষে ছাত্রছাত্রীদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ আব্দুর সাত্তার হুজুর সাবেক আরবি প্রভাষক আত্র মাদ্রাসা ।