প্রতিনিধি ১ জুন ২০২০ , ১১:২৫:৪১ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নুরুল হক (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র্যাব-১। একপর্যায়ে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেয়া হয়। ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ট্রাক ফেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও একজন নিহত হন। নিহত ব্যক্তি কক্সবাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল হক বলে নিশ্চিত হওয়া গেছে।
গুলিবিনিময়ের ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।