ঢাকা

গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ২:৩৯:৪৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের সালনায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ ওরফে সবুজকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মেট্রোপলিটন বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ অক্টোর) দুপুরে র‌্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার আরিফ ওরফে সবুজ শেরপুরের নলিতাবাড়ী থানার বরুড়াজানি এলাকার খোশেদের ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, গত ১ অক্টোবর রাত ১০টার দিকে সালনায় ওই ছাত্রীকে বাসায় ফেরার পথে অপহরণ করে আরিফসহ তার বন্ধুরা। পরে আরিফের বন্ধু রাসেলের সালনাস্থ ভাড়া বাসায় সারা রাত ভিকটিমের হাত, পা, মুখ বেঁধে তিন জনে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভোর রাতে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাত, পা, রশি দিয়ে বেঁধে মুখে কসটেপ এবং গলায় ওড়না পেচিয়ে বক্স খাটের ভেতর আটকে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর গোঙ্গানীর শব্দে পাশের বাসার ভাড়াটিয়ারা এগিয়ে এসে দেখে পরিবারকে সংবাদ দিলে ভিকটিমকে উদ্ধার করা হয়।

পরে এলাকাবাসীর সহায়তায় ভিকটিমকে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর মেট্রো সদর থানায় ধর্ষণ মামলা করেন।

আরও খবর

Sponsered content