দেশজুড়ে

গাজীপুর কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর লাশ উদ্ধার 

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৮:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নিখোঁজ হওয়ার পর লাশ পাওয়া গেছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকার তুরাগ থানার এস আই মো. সফিউল আলম জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে  সোমবার বিকেলে ঢাকার উত্তরায় একটি ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে পুলিশ তার লাশ উদ্ধার করে পরে তার পরিচয় শনাক্ত করা হয়

নিহত দেলোয়ার হোসেন (৫০) গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল) নির্বাহী প্রকৌশলী ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার সোলায়মানের ছেলে তিনি ঢাকার মিরপুর নম্বর সেক্টরে পরিবার নিয়ে থাকতেন

তুরাগ থানার এসআই সজল কান্তি রায় পরিবারের বরাতে বলেন, মিরপুরের বাসা থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বের হয়ে নিখোঁজ হন দেলোয়ার তারপর তার আর কোনো খোঁজ পায়নি পরিবার বিকেল সাড়ে ৩টার দিকে এলাকাবাসীর কাছে অজ্ঞাতপরিচয় লাশের খোঁজ পায় পুলিশ উত্তরা ১৭ নম্বর সেক্টরের নম্বর সেতুর পশ্চিম দিকে নম্বর রোডে পাশে একটি জঙ্গলে  দেলোয়ারের লাশ পড়ে ছিল

সিটি করপোরেশনের একাধিক সুত্র জানায়, নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন নগরের কোনাবাড়ি জোনাল অফিসে কর্মরত ছিলেন কয়েকমাস আগে তাকে ওএসডি( বিশেষ ভাবপ্রাপ্ত কর্মকর্তা) করে নগর ভবনে নিয়ে আসা হয়েছিল

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চলকোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত তিনি ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশনে যোগদান করেন

আরও খবর

Sponsered content