প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৮:০৯:৪৭ প্রিন্ট সংস্করণ
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন”—এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাওয়াল মির্জাপুর বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সঞ্চালনা করেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমির ডা. আলী আকবর, গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু তাহের মূসল্লী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এবং উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি দানেশ শিকদার, হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মূসল্লী। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন। তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সক্রিয় থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে সরাসরি পুলিশের যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়, যা অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।