প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২১ , ৯:০০:১৬ প্রিন্ট সংস্করণ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
গাবতলীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, উপজেলার নারুয়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামের ওহেদ আলী মোল্লার ছেলে জহুরুল ইসলামের বাড়িতে গত বুধবার দিবাগত গভীর রাতে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষে গোটা বাড়িতে আগুন ধরে যায়। এতে একটি বাড়ির ৪টি ঘড় ও ঘরের ভিতরের সকল আসবাপত্র ছাই হয়ে যায়। গোয়াল ঘরের থাকা একটি ৭০ হাজার টাকার মুল্যের গাভী মারা যায় এবং আকাশ নামের ১৬ বছরের এক কিশোর আগুনে দগ্ধ হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রওনক জাহান ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।