ঢাকা

গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান মেয়র আইভীর

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ৫:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গুজবে কান না দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল নাগরিককে করোনার টিকা গ্রহণের আহবান জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর জেনারেল হাসপাতালে নিজে করোনার টিকা গ্রহণের পর এক প্রশ্নের জবাবে নগরবাসীর উদ্দেশে এ আহবান জানান তিনি।

মেয়র আইভি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুরক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা দেয়ার ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই টিকার ব্যাপারে ভয়ের কোনও কারণ নেই। তাই কোনও ধরণের গুজবে কান না দিয়ে নিজে টিকা গ্রহণ করে সবাইকে উৎসাহ প্রদান করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

টিকা গ্রহণের পরেও সবাইকে মাস্ক এবং  হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করার অনুরোধও জানান মেয়র আইভী।

এদিকে, নগরীর সদর জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবারও দেখা গেছে টিকা নিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।

আরও খবর

Sponsered content