দেশজুড়ে

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ২৮ 

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ১২:৪৪:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আবুল হাসান জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রোববার (২০) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর বাড়িতে থাই অ্যাপল স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১৬ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে জড়ো করা হতো। পরে তাদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করানো হতো।

আরও খবর

Sponsered content