বাংলাদেশ

গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ১০:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৩টা ২০ মিনিটে গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

মাহমুদুল হক আরও বলেন, গুলশান শপিং সেন্টারের ছয়তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর

Sponsered content